ঢাকা মঙ্গলবার, ৩রা ডিসেম্বর ২০২৪, ২০শে অগ্রহায়ণ ১৪৩১


নেছারাবাদে গাজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার


২৮ নভেম্বর ২০২৪ ২১:৪০

আপডেট:
৩ ডিসেম্বর ২০২৪ ১২:১১

পিরোজপুরের নেছারাবাদে ৩৫০ গ্রাম গাজা ও আঠার পিচ ইয়াবা ট্যাবলেট সহ এলাহী বাহাদুর(৪২) এবং হামিম(৪০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৭ নভেম্বর) রাতে উপজেলার আদর্শ বয়া স্কুলের সামনে থেকে তাদের গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

আসামী এলাহী বাহাদুর বলদিয়া ইউনিয়নের পঞ্চবেকি গ্রামের মৃত আব্দুল মানিক বাহাদুরের ছেলে। এছাড়া আসামী হামিম সুটিয়াকাঠি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, বুধবার রাতে নিয়মিত টহল অভিযানকালে গোপন সংবাদে মাদক বিক্রির খবর আসে। পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে গাজা ও ইয়াবা সহ তাদের দুইজনকে গ্রেফতার করে।

নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ (ওসি) বনি আমীন দৈনিক আমাদের দিনকে জানান, গ্রেফতারকৃত দুই জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে পিরোজপুর কোর্টে প্রেরন করা হয়েছে। মাদক অভিযান অব্যাহত থাকবে। মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবেনা।