ফারুক চেয়ারম্যানকে অপসারনের কারণে ইউপি সদস্য ও সাধারণ জনগনের মিষ্টি বিতরণ
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ৭ নং ফান্দাউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুক কে তার দায়িত্ব থেকে অপসারণ করে পরিষদের সদস্য ১নং প্যানেল চেয়ারম্যান মোঃ ফরিদ মিয়াকে আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব দেয়া হয়েছে। ওই ঘটনার পর গতকাল সন্ধ্যায় ফান্দাউক বাজারে ইউপি সদস্য মোঃ আলমগীর শাহের অফিসে পরিষদের সকল সদস্যরা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা মিলে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেছে। সেই সাথে উৎসুক জনতাকে বাজি ফোটাতে ও আনন্দ উল্লাস করতে দেখা গেছে।
জানা গেছে চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুকের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরোদ্ধে পরিষদের সদস্যরা মিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় জেলা প্রসাশকের কার্যালয় থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
২৬ নভেম্ভর ২০২৪ তারিখে জেলা প্রসাশকের কার্যালয় থেকে প্রেরিত এক পত্রে বলা হয়েছে চেয়ারম্যান ফারুকের বিরুদ্ধে মামলা থাকায়, তিনি নিয়মিত অফিসে না আসায়,পরিষদের জন্ম ও মৃত্যু নিবন্ধন সহ আর্থিক ও প্রসাশনিক কাজে সমস্যার কারনে এ সিদ্বান্ত নেয়া হয়েছে।