সিরাজগঞ্জে জুলাই- আগস্টে ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্বরণে স্বরণ সভা
সিরাজগঞ্জে জুলাই- আগস্টে ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্বরণে স্বরণ সভা অনুষ্ঠিত। বুধবার দুপুর ১২ টা বেলকুচি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার জনাবা আফিয়া সুলতানা কেয়া এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বি এন পির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূইয়া,বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলার সম্মানিত আমীর আরিফুল ইসলাম (সোহেল), উপজেলা বি এন পির আহবায়ক নুরুল ইসলাম গোলাম, উপজেলা বি এন পির সদস্য সচিব বনি আমিন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রামাণিক, শহিদ পরিবারের সদস্য শহিদ হাফেজ সিহাবের পিতা,মোঃ আব্দুল কুদ্দুস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেলকুচি প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস যুথি,সহ আরো অনেকে।
জুলাই-আগষ্টের ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদের স্বরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
এসময় বক্তারা বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ও নিহতদের ২০২৪ এর মুক্তিযোদ্ধার মর্যাদা দেওয়া উচিত । আর যারা আহত হয়েছে তাদের খুজে বের করে যথাযথ চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।