ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


শেরপুর সদর হাসপাতালে শান্তা নামের এক গৃহবধুর মরদেহ রেখে পালিয়ে যায় স্বামী


১৫ নভেম্বর ২০২৪ ২২:৩৩

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০৪:০৮

শেরপুরে সদর হাসপাতালের জুরুরি বিভাগে এক গৃহবধূর লাশ ফেলে পালিয়েছে তার স্বামী ঘটনাটি ঘটেছে আজ ১৫ নভেম্বর শুক্রবার বিকেলে। নিহত গৃহবধূর নাম শান্তা-২৫। নিহতের স্বামীর নাম নওশাদ আলম উরফে মুরাদ,  সে শেরপুরে এসি আই কোম্পানির মেডিক্যাল প্রতিনিধি হিসেবে কর্মরত আছে  । নিহত শান্তার বাড়ি নেতৃকোনা জেলার কেন্দুয়া উপজেলায়। তার বাবার নাম জুয়েল মিয়া বলে জানাগেছে।


পুলিশ ও নিহতের পরিবার জানান, ১৫ নভেম্বর বিকেলে গৃহবধূ শান্তাকে তার স্বামী মুরাদ একটি রিক্সা যোগে তার শহরের গরুহাটির  ভাড়াবাসা থেকে শেরপুর সদর হাসপাতালে জুরুরি বিভাগে আনেন এ সময় কর্তব্যরত চিকিৎসক রোগীকে পরিক্ষা করে দেখতে পান রোগী মৃত। এ সময় উপস্থিত তার স্বামী মুরাদ অবস্থা বেগতিক দেখে কৌশলে পালিয়ে যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ কে জানালে পুলিশ ঘটনাস্থলে আসে। নিহত শান্তার সাথে গত পাঁচ মাস আগে পারিবারিক ভাবে নওশাদের বিয়ে হয়।

এ বিষয়ে সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ( আর এম ও) হুমায়ুন আহমেদ নুর জানান, নিহত গৃহবধূর গলায় ফাঁসি দিয়ে  আঘাতের চিহ্ন রয়েছে। 


এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা সদর থানার এস আই, তারেক হাসান জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করছি এবং তদন্ত শেষে বলা যাবে এটা পরিকল্পিত মার্ডার কিনা।