ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


নাসিরনগরে বিস্ফোরক মামলার ২ আসামী


১২ নভেম্বর ২০২৪ ১৭:০৮

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০৩:৫২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিস্ফোরক ও  নাশকতার মামলায় ব্রাহ্মণবাড়িয়ার জেলার নাসিরনগরে দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

১১ নভেম্বর ২০২৪ রোজ সোমবার সন্ধ্যায় ও  ১২ নভেম্বর রোজ মঙ্গল বার সকালে উপজেলার  বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে বিস্ফোরক সহ  হামলা ও নাশকতার  অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্যাট আদালতে  দায়ের করা মামলার এজাহারভুক্ত ও স্বন্দেহভাজন আসামি।

গ্রেপ্তারকৃতরা হলেন: ১০ নং গোকর্ণ ইউনিয়নের নূরপুর মধ্যপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে, বিস্ফোরক মামলার ১১৭ নং এজাহারভুক্ত আসামি মোস্তফা আলমগীর (৩৫) ও ৬ নং বুড়িশ্বর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা স্বন্দেহভাজন আসামী ছানাউল শাহ  (৩৮)।

উল্লেখ্য বিস্ফোরক আইনে করা মামলায় গ্রেপ্তাকৃত  ১১৭ নং এজাহারভুক্ত আসামী মোস্তফা আলমগীর বিগত আ.লীগ সরকারের সময় বহু  বিতর্কিত ও উস্কানিমূলক ফেসবুক পোষ্ট করে এবং  নাশকতা মামলার অন্যতম অভিযুক্ত আসামি  সাবেক বিতর্কিত সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রামের নির্দেশে  উস্কানি ও গুজব প্রচারের বিশেষ  সাইবারটিমের এডমিনের দায়িত্ব পালন করেন বলে জানা গেছে।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম দুইজনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জানান, গ্রেপ্তারকৃতরা ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্যাট আদালতে  দায়ের করা বিস্ফোরক সহ  নাশকতা মামলার এজাহারভুক্ত ও স্বন্দেহভাজন  আসামি। তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।