ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


নাসিরনগরে প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের প্রধানদের সাথে নবাগত নিবার্হী অফিসার এর মতবিনিময়


১২ নভেম্বর ২০২৪ ১৬:৫৭

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০৩:৫৬

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার নবাগত নির্বাহী অফিসার সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের মতবিনিময়। সোমবার ১১ নভেরম্বর ২০২৪ খ্রিঃ সকালে নির্বাহী অফিসার এর কার্যালয়ে নাসিরনগর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে নবাগত উপজেলা নিবার্হী অফিসার জনাব শাহীনা নাছরীন এঁর মতবিনিময় সভা অনুঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান, প্রেস ক্লাবের সভাপতি ও ব্রাহ্মণ (পুরোহিত) কল্যাণ পরিষদের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, বীর মুক্তিযোদ্ধা মোঃ কালন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির সহ সভাপতি মোঃ নুরুল ইসলাম, জামায়াতে ইসলামি উপজেলা শাখার সেক্রেটারি অধ্যাপক আমিনুল ইসলাম, উপজেলা জামায়েত ইসলামি অর্থ সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, সম্মিলিত ওলামা দিনদার পরিষদের সভাপতি মুফতি মুখলেছুর রহমান, পূজা উদযাপন কমিটি ভারপ্রাপ্ত সভাপতি অনাথ বন্ধু দাস, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি পীরে তরিকত মাওলানা গোলাম মোহাম্মদ খান,হেফাজতে ইসলামের নেতা মাওলানা জালাল উদ্দীন কাসেমী, খেলাফত মজলিশ নাসিরনগর শাখার সভাপতি মাওলানা আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মোঃ গিয়াসউদ্দিন, দাওয়াতুল কোরআনের সভাপতি মাওলানা নুরুল হক সহ বিভিন্ন সংগঠন, শিক্ষার্থী ও সূধীজন।