ঢাকা মঙ্গলবার, ৩রা ডিসেম্বর ২০২৪, ২০শে অগ্রহায়ণ ১৪৩১


নালিতাবাড়িতে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে কৃষিবিদ ফাউন্ডেশনের বীজ বিতরণ


৯ নভেম্বর ২০২৪ ২০:২৫

আপডেট:
৩ ডিসেম্বর ২০২৪ ১১:৩৭

শেরপুরের নালিতাবাড়ীতে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্থ কৃষকের মাঝে বীজ ও শিক্ষার্থীদের শিক্ষা শিক্ষা উপকরন বিতরন করেছে বাংলাদেশ কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউমিনিটি নামে এক সংগঠন।

শনিবার (৯ নভেম্বর) দিনব্যাপী উপজেলার নয়াবিল ইউনিয়নের আন্দারুপাড়া ও বাতকুচি আটভাইপাড়া গ্রামের জামাল উদ্দিনের বাড়ির আঙ্গিনায় এসব সামগ্রী বিতরন করা হয়।

জানা গেছে, ১২০ জন দরিদ্র অসহায় কৃষকের মাঝে ১৫০ কেজি বারি-১৪ জাতের সরিষা বীজ, ১০০জন কৃষকের মাঝে ৫ কেজি করে ব্রী ধান- ৮৯ জাতের ধান বীজ ও ২০০ জন স্কুল পড়ুয়া শিক্ষার্থীকে ১টি করে স্কুল ব্যাগ, খাতা কলম, পেন্সিল ও জুস বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি (কেএফএইচ) এর চেয়ারম্যান কৃষিবিদ মুহাম্মদ সামছুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির নির্বাহী সদস্য শামীমা মিলি, রফিকুল ইসলাম চৌধুরী রিপন, মো. শহিদুল ইসলাম ও সদস্য ড. মুহাম্মদ ইসহাক আলী, স্থানীয় গণমাধ্যমকর্মী ও উপকারভোগীরা।