ঢাকা মঙ্গলবার, ৩রা ডিসেম্বর ২০২৪, ২০শে অগ্রহায়ণ ১৪৩১


পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ অবমাননার দায়ে কাশেম আলী নামে একজন আটক


৯ নভেম্বর ২০২৪ ১৮:৩৩

আপডেট:
৩ ডিসেম্বর ২০২৪ ১২:০৭

 


শেরপুর সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের গৃদ্দাপাড়া ফকিরবাড়ী শের আলী গাজীর মাজার শরীফে কতিপয় কিছু লোক ধর্মের নামে নানা ধরনের অসামাজিক কাজ করে থাকে। আসামী কাশেম আলী (৫৬)শের আলী গাজীর মাজারে নিয়মিত আসা যাওয়া করে।

০৭/১১/২০২৪ ইং তারিখে আসামী কাশেম আলী সহ অজ্ঞাত আরো ৫-৭ জন শের আলী গাজীর মাজার এর ভিতরে গাজা সেবন করে এবং গাজা সেবনের বিভিন্ন সরঞ্জাম সামনে রেখে বিভিন্ন ধরনের গান গাইতে থাকে। এ সময় আসামী কাশেম আলী (৫৬)একটি সাদা প্লাস্টিকের ব্যাগের ভিতর হইতে পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআন বাহির করিয়া তাহাতে হাত দিয়া আঘাত করিয়া বলতে থাকে যে, কে বলতে পারবে কুরআনে কোথায় লেখা আছে যে গাজা খাওয়া হারাম।

পরবর্তীতে উক্ত ঘটনার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে শেরপুর জেলা সমন্বয়ক গণ আসামী কাশেম আলীকে ০৯-১১-২০২৪ ইং তারিখে ধৃত করিয়া পুলিশের নিকট সোপর্দ করে শেরপুর জেলা ছাত্র সমন্বয়ক নাহিম আহমেদ নিলয় (২০)বাদী হয়ে একটি মামলা দায়ের করে।