ঢাকা মঙ্গলবার, ৩রা ডিসেম্বর ২০২৪, ২০শে অগ্রহায়ণ ১৪৩১


ডুমুরিয়ায় মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধের দাবীতে মাছ ব্যবসায়ীদের মানববন্ধন


৪ নভেম্বর ২০২৪ ২০:৪৩

আপডেট:
৩ ডিসেম্বর ২০২৪ ১১:৫৭

খুলনার ডুমুরিয়ায় মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধের দাবীতে মানববন্ধন করেছে পাইকারী মাছ ব্যবসায়ীরা।

সোমবার সকালে আঠারো মাইল বাসস্ট্যান্ডে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়। মানববন্ধনে খুলনা, যশোর ও সাতক্ষীরা জেলার মাছ ব্যবসায়ীরা অংশগ্রহন করেন। এসময়ে মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধ এবং নির্বিঘ্নে ব্যবসা করা নিশ্চয়তার দাবীতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।

বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী সরদার আব্দুল মালেক, রফিকুল ইসলাম, সম রোকনুজ্জামান মন্টু, সরদার আনিচুর রহমান, মোঃ ইয়াহিয়া, ইকবাল হোসেন, আব্দুর রহমান, সরদার নাজমুল ইসলাম প্রমুখ।