ঢাকা সোমবার, ৭ই জুলাই ২০২৫, ২৪শে আষাঢ় ১৪৩২


নাসিরনগরে এক কেজি গাঁজা সহ গ্রেপ্তার এক


প্রকাশিত:
৩ নভেম্বর ২০২৪ ১৪:৫৯

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের মহিষবেড় গ্রাম থেকে ১ কেজি গাঁজা সহ মোঃ হিরা গাজী (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, নাসিরনগর থানাধীন কুন্ডা ইউনিয়নেন মহিষবেড় গ্রামের ধৃত আসামী হিরা গাজীর বসত ঘরের ভিতর থেকে বিশেষ অভিযানে পরিচালনা করে এক কেজি গাঁজা সহ হিরা গাজী নামের ১ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

১ নভেম্বর ২০২৪ শুক্রবার নাসিরনগর থানায় কর্মরত এস আই নির্মলেন্দু চাকমা, এ এস আই/মোহাম্মদ হোসেন, এ এস আই মোঃ জহিরুল ইসলাম থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে অত্র থানাধীন ৩নং কুন্ডা ইউনিয়নস্থ মহিষবেড় গ্রাম হতে মৃত ফিরোজ মিয়ার ছেলে মোঃ হিরা গাজী (৪০)নামে ১ জনকে এক কেজি গাঁজা সহ গ্রেপ্তার করে। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আব্দুল কাদের এর সত্যতা নিশ্চিত করেন।