ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


ডাকাতির টাকা ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব,আটক দুই


২ নভেম্বর ২০২৪ ১১:৫২

আপডেট:
২ নভেম্বর ২০২৪ ১১:৫৩

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে ডাকাতির টাকা ও মালামালের ভাগবাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব ও বাকবিতণ্ডার ঘটনায় মো. আলফাজ (২৫) ও রসুন মিয়া (৩০) নামে দুই ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

৩১ অক্টোবর ২০২৪ রোজ বৃহস্পতিবার সন্ধ্যায় নাসিরনগর সদর ইউনিয়নের কলেজমোড় এলাকায় এ ঘটনা ঘটে। আটক মো আলফাজ মিয়া জানায় তার বাড়ি উপজেলার কুন্ডা ইউনিয়নের কাহেতুরা গ্রামে।আর রুসন মিয়ার ফুলপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান,নাসিরনগর উপজেলার কুন্ডা-তুল্লাপাড়া, তিলপাড়া সহ বিভিন্ন স্থানে প্রায়শই ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় ডাকাতরা পথচারীদের মূল্যবান জিনিসপত্র ও নগদ টাকা ডাকাতি করে নিয়ে যায়। পরে সেই ডাকাতির মালামাল ও টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে । ঘটনার দিন টাকা ও মালামাল ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে দ্বন্ধে ও বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে তারা।এমনকি আটক রুসন মিয়া দাবী করে পাওনা টাকার ভাগ চাইতে গেলে অন্য ডাকাতরা তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে।

এসময় স্থানীয়রা গিয়ে ডাকাতদের ধাওয়া দিলে সবাই পালিয়ে গেলেও আলফাজ ও রুসন মিয়াকে আটক করে তারা। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দু্ল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।