ঝিনাইগাতীতে গাঁজা সেবন ও বিক্রির দায়ে ১ নারিসহ ৭জনের কারাদন্ড
শেরপুরের ঝিনাইগাতীতে গাঁজা সেবন ও বিক্রির দায়ে ১ নারিসহ ৭জনকে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২৯অক্টোবর) দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ১৯(১) এর ধারা মোতাবেক এ দণ্ডাদেশ প্রদান করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট আশরাফুল আলম রাসেল।
জানা গেছে, গোপনে সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় শেরপুরের সহকারি পরিচালক ফয়সাল আহম্মেদের নেতৃত্বে অভিযান চালিয়ে গাঁজা সেবন ও বিক্রির দায়ে ১ নারিসহ ৭জনকে আটক করে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট আশরাফুল আলম রাসেল ৩ মাস, ৪ মাস ও ৫ মাস করে একেক জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদন্ডাদেশ প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার নয়া রাংটিয়ার শাহিন মিয়ার স্ত্রী জুলেখা বেগম(৫১), সোহরাব আলীর ছেলে নুরুল আলম(৪০), মৃত আব্দুল সালামের ছেলে মাসুদ মিয়া (৬০), মৃত আব্দুর রাজ্জাকের ছেলে রিপন মিয়া (২০), মেলান্দহ উপজেলার নাগেরপাড়া এলাকার আসাদুল্লাহ'র ছেলে মাহবুবুর রহমান মারুফ(৩৫) এবং ইসলামপুর উপজেলার মাহমুদপুর এলাকার জহুরুল ইসলামের ছেলে মজনু মিয়া (৫০)।
পরে দন্ডপ্রাপ্ত আসামীদের থানা পুলিশে হস্তান্তর করা হয়।