বিদেশী মদ সহ নালিতাবাড়ীতে র্যাব-১৪ এর হাতে এক যুবক আটক

শেরপুর জেলার নালিতাবাড়ী থানাধীন ছাইচাকুড়া এলাকা হতে ১৮ বোতল বিদেশী মদসহ ০১ (এক) জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর এর একটি আভিযানিক দল গত ২৩ অক্টোবর ২০২৪ খ্রি. তারিখ রাত আনুমানিক ২০.৪৫ ঘটিকায় শেরপুর জেলার নালিতাবাড়ী থানাধীন ছাইচাকুড়া এলাকায় তল্লাশি পরিচালনাকালে মোটরসাইকেল আরোহী মাদক ব্যবসায়ী জয়দেব কুচ (১৮), পিতা-বাধন কুচ, সাং-খলচান্দা, থানা-নালিতাবাড়ী, জেলা-শেরপুর‘কে সন্দেহ হলে তাকে তল্লাশির নিমিত্তে আটক করে। এ সময়, উপস্থিত লোকজনের সামনে আটককৃত জয়দেব কুচ (১৮) তল্লাশী করলে তার হেফাজত হতে ১৮ বোতল বিদেশী মদ উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের নিমিত্তে শেরপুর জেলার নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে