রাঙ্গাবালী সিনিয়র সহকারী জজ আদালত অপসারনের চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন

সিনিয়র সহকারী জজ আদালত ষড়যন্ত্র মূলকভাবে অপসারণের চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়। বুধবার সকাল ১১টায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপজেলার ০৬টি ইউনিয়নের অন্তত ০২ হাজার নানা শ্রেনীর পেশার জন সাধারন অংশ নেয়। প্রতিবাদ সমাবেশে অনুমোদিত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দ্রুত স্থাপনের দাবী ও জানান তারা।
মানববন্ধন সমাবেশ শেষে আইন ও বিচার বিভাগ মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা বরাবর ০৭ টি দাবি তুলে উপজেলা নির্বাহ অফিসার কাছে স্মারক লিপি প্রদান করা হয়।
জানা গেছে ২৫ ফেব্রুয়ারি ২০১২ সালে রাঙ্গাবালী উপজেলা উদ্ধোধন হওয়ার পর পর্যায়েক্রমে দাপ্তরিক সকল অফিস স্থাপন হলেও সিনিয়র সহকারী জজ আদালত স্থাপন হয়নি। রাঙ্গাবালী উপজেলার জমিজমার মামলা ও ক্রিমিনাল মামলার জট খুলতে দৌড়াতে হয় পার্শবর্তী গলাচিপা উপজেলায়। এতে নানান ধরনের ভোগান্তি পোহাতে হয় রাঙ্গাবালী উপজেলাবাসীকে। ভোগান্তি সুরহার জন্য দীর্ঘদিন উপজেলাবাসি দাবি তুললে ২০২৪ সালে জুন মাসে রাঙ্গাবালীতে সিনিয়র সহকারী জজ আদালত স্থানান্তর করে মামলার কাযক্রম শুরু করা হয়। সিনিয়র সহকারী জজ আদালতে প্রথম দিকে দেওয়ানী মামলার নথিপত্র এলেও অনুমতিত সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালত কাযক্রম থমকে রয়েছে। এসব ভোগান্তি লাঘবে রাঙ্গাবালীর বিচারক ব্যবস্থার সুরহা চাই রাঙ্গাবালী উপজেলা বাসি।
উপজেলা যুবদলের সদস্য সচিব নিয়াজ আকন বলেন রাঙ্গাবালী অবহেলিত উপজেলা জেলা শহর হতে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় এখানকার সিংহভাগ মানুষ রাষ্ট্রের সুবিধাবঞ্চিত। উপজেলাবাসির নাগরিক অধিকার ও দুর্ভোগ বিবেচনায় অত্র উপজেলায় চৌকি আদালত, সিনিয়র সহকারী জজ আদালত স্থাপন করা হয়। এতে সকলে উপকৃত হলেও কিছু ষড়যন্ত্রকারী এই উপজেলার মানুষের নাগরিক অধিকার হরণকরনের জন্য চৌকি আদালত অপসারণ করার পায়তারা করতেছে। আমরা এর তীব্র নিন্দা জানায় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর আহ্বান জানাই।
উপজেলা বিএনপি সভাপতি আঃ রহমান ফরাজী জানা বিজ্ঞ আদালত স্থাপিত হওয়ার পর থেকে কিছু কুচক্রী মহল তাদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য এ উপজেলার মানুষদের বিপদগামী করে স্থাপিত চৌকি আদালত জেলা শহরে স্থানান্তরের অপচেষ্টায় লিপ্ত হয়েছে। এমনকি আদালত স্থাপন হওয়ার পর এ যাবৎকালে জেলা আইনজীবী সমিতি থেকে কোন ধরনের তদারকি বা খোঁজখবর নেয়া হয়নি। এছাড়াও রাঙ্গাবালীর চৌকি আদালতের এখতিয়ারধীন মোকদ্দমা সমূহ পূর্বের দায়িত্ব প্রাপ্ত গলাচিপা সহকারী জজ আদালতের আওয়াতা হতে রাঙ্গাবালী চৌকি আদালতে প্রেরণ করা হয়নি। কুচক্রী মহল উপজেলা হতে জেলা শহরে বিজ্ঞ আদালত স্থানান্ত করতে না পারে এ জন্য মানববন্ধন কর্মসূচি করা হয়েছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারক লিপি প্রদান করা হবে।
প্রতিবাদ ও মানববন্ধনে শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দ্রুত স্থাপনের দাবী জানিয়ে আইন ও বিচার বিভাগীয় উপদেষ্টার বরাবরে ৭টি দাবি তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে স্মারক লিপি প্রদান করে রাঙ্গাবালী উপজেলা বিএনপির ও অঙ্গসংগঠন নানা পর্যায়ের নেতাকর্মী ও সাধারন জন সাধারন।