ঢাকা সোমবার, ৭ই জুলাই ২০২৫, ২৪শে আষাঢ় ১৪৩২


বন্যার্তদের মাঝে এপেক্স ক্লাব অব জামালপুরের ত্রাণ বিতরণ


প্রকাশিত:
২২ অক্টোবর ২০২৪ ১৯:৪১

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদ এর সামনে মঙ্গলবার সকাল ১১ টায় বন্যার্তদের মাঝে ২৫০ প্যাকেট শুকনা খাবার বিতরণ করেছে এপেক্স ক্লাব অব জামালপুর।

মানুষ মানুষের জন্য, বন্যার্তদের পাশে এপেক্স পরিবার এ শ্লোগানকে সামনে রেখে দি ন্যাশনাল এসোসিয়েশন অব এপেক্স ক্লাবস অব বাংলাদেশের পক্ষে এপেক্স ক্লাব অব জামালপুর এর সার্বিক সহযোগিতায় ২৫০ প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের ডিজি-১ এপে. প্রবাল চৌধুরী রাজন, এপেক্স ক্লাব অব জামালপুর এর প্রেসিডেন্ট এপে. মনজুরুল ইসলাম, লাইফ মেম্বার এপে. হাফিজ রায়হান সাদা, লাইফ মেম্বার এপে. কাফি পারভেজ, ফ্লোর মেম্বার এপে. রাহাত ফারুকী হিরক। এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন ঝিনাগাতী উপজেলার মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হক, সচিব মো. আনোয়ার হোসেন, ইউপি সদস্য মো. হাবিবুর রহমান প্রমুখ।