ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


নেছারাবাদে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় দুজনের কারাদণ্ড


২০ অক্টোবর ২০২৪ ২১:৫৪

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ১৯:৪৮

পিরোজপুরের নেছারাবাদে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে দুজনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২০ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মনিরুজ্জামান আদালত পরিচালনা করেন।
কারাদণ্ডপ্রাপ্ত দুজন হলেন, উপজেলার কাজলাহার গ্রামের বাসিন্দা মোঃ মিজান ও রিদুল আলী হাওলাদার।
জানা গেছে দুই আসামি রোববার ভোরে উপজেলার অলংকার কাঠি গ্রামের আবাসন এলাকা সংলগ্ন সন্ধ্যা নদীতে ইলিশ মাছ ধরছিল। এসময় মেরিন ফিশারিজ কর্মকর্তা সৌরভ মন্ডল ও নৌ পুলিশ সদস্যরা নদীতে টহল দিচ্ছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে ১৫ টি ইলিশ মাছ এবং ১০০০০ মিটার জাল জব্দ করা হয়। পরে তাদের ইউএনওর কার্যালয়ে হাজির করলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুজনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিশারিজ কর্মকর্তা সৌরভ মন্ডল বলেন, অভিযানে জব্দ করা মাছ দুস্থদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ১০০০০ মিটার জাল পুড়িয়ে ফেলা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মনিরুজ্জামান "দৈনিক আমাদের দিনকে" বলেন, ইংলিশ সম্পদ সংরক্ষণের সময়ে নদীতে মাছ ধরা নিষেধ। আইন অমান্যকারী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না।