ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস কনফারেন্স


২০ অক্টোবর ২০২৪ ২০:১৮

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ১৯:৫৬

 

জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধের লক্ষ্যে সারাদেশের ন্যায় শেরপুরে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে  প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। 


২০ অক্টোবর রবিবার সকাল ১০টায় জেলা সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে  সিভিল সার্জন ডাঃ জসিম উদ্দিন এর সভাপতিত্বে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।


আগামী ২৪ অক্টোবর থেকে পরবর্তী চার সপ্তাহ বা ১মাস ব্যাপী  কিশোর ও ছাত্রছাত্রীদের মাঝে এই টিকাদান কর্মসূচি চলবে।২৪ অক্টবর থেকে ১ম ১০ দিন প্রতিটি স্কুলে এ টিকা প্রদান করা হবে। ১০থেকে ১৪ বছর বয়সী কিশোরী কেউ যেন এ টিকা থেকে বাদ না পড়ে তার জন্য মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক প্রচার -প্রচারণা চালানো হবে। প্রেস কনফারেন্স আরও জানানো হয় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের জন্য এইচপিভি টিকাদানের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন চলছে।  অনলাইনের মাধ্যমে টিকাদানের রেজিস্ট্রেশন করা যাবে।


এসময় ডা. হিমেলের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রেস কনফারেন্স এ উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি এস.এস শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল হাশিম, সিনিয়র সাংবাদিক জিএম আজফার বাবুলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।