ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


শেরপুর জেলা আ.লীগের সহ-সভাপতি চন্দন কুমার পাল গ্রেফতার


১৬ অক্টোবর ২০২৪ ২১:৩৩

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ২০:০৮

শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সহ-সভাপতি ও জেলা জজ কোর্টের সাবেক পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পালকে যশোরের বেনাপোল সীমান্ত থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। আজ দুপুরে ভারতে যাওয়ার পথে তিনি আটক হন।

অ্যাডভোকট চন্দন কুমার পালের বিরুদ্ধে শেরপুরে হত্যা মামলাসহ অন্তত চারটি মামলা রয়েছে। তাকে শেরপুরে আনার জন্য শেরপুর জেলা পুলিশের একটি টিম ইতিমধ্যে যশোরের পথে রয়েছে।

বিষয়টি নিশ্চত করেছেন শেরপুর জেলার পুলিশ সুপার আমিনুল ইসলাম।