ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


গণ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে শেখ ইলিয়াছ হোসেনের নিয়োগ 


১৬ অক্টোবর ২০২৪ ১৪:৫৫

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ২০:০৪

দেশের অন্যতম সুনামধন্য প্রতিষ্ঠান বেসরকারী টেলিভিশন চ্যানেল গণ টিভিতে সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক শেখ ইলিয়াছ হোসেন।

দীর্ঘদিন জেলা প্রতিনিধির পদটি শূন্য থাকায় যাচাই বাছাই শেষে সাংবাদিক শেখ ইলিয়াছ হোসেনকে সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রদান করেন গণ টিভির চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান।

শেখ ইলিয়াছ হোসেন  দীর্ঘদিন ধরে এ জেলায় অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে সংবাদকর্মী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। গত  ৩/১০/২৪  থেকে তিনি গণ টিভিতে নিয়োগ লাভ করে কাজ শুরু করেছেন। এছাড়া তিনি দৈনিক সোনালী খবর পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি দৈনিক মাতৃজগত, হৃদয় বার্তা, দৈনিক কলমকথা ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সাতক্ষীরা কন্ঠের সম্পাদক হিসেবে কাজ করেছেন।

পেশাগত কাজে অতীতের মতো তিনি সাতক্ষীরার সকল সাংবাদিক মহলসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন এবং জেলার গুরুত্বপূর্ণ ঘটনা সংক্রান্ত বিষয়ে ০১৭১২৬৩২৬৫৭ নম্বর মোবাইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।