শেরপুর শহরে পূজা পরিদর্শন করেন শেরপুর জেলা যুবদল

সনাতন ধর্মের মহাউৎসব দূর্গা পূজার নবমী আজ। প্রতি বারের ন্যায় এবারও বাহারি রং এ সাজানো হয়েছে শেরপুরের দূর্গা পূজা। দূর্গা পূজার নিরাপত্তা জোরদার করার জন্য প্রতিটি পূজা মন্ডভে নিযুক্ত করা হয়েছে আনসার ভিডিভি সহ পুলিশ প্রশাসন। শেরপুর জেলা যুবদল, শহরের বিভিন্ন পূজা মন্ডভ পরিদর্শন করে। পরিদর্শন এর সময় উপস্থিত থাকেন,সাধারণ সম্পাদক শেরপুর জেলা যুবদল,মো: আতাহারুল ইসলাম আতাসি: সহ সভাপতি শেরপুর জেলাযুবদল ও আহ্বায়ক শেরপুর জেলা পূজা উদযাপন পরিষদ,শ্রী জিতেন্দ্র মজুমদার- সহ সভাপতি শেরপুর জেলা যুবদল সহ থানা যুবদল মীরকাশেম, ও শহর যুবদল এর অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় জেলা যুবদল এর সাধারণ সম্পাদক মোঃআতাহারুল ইসলাম আতা সকলের সাথে মত বিনিময় করেন ও প্রশাসনিক খুজ খবর নেন। তারপর পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কে বলেন দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে পূজা পরিদর্শনে আসেন এবং দেশ নায়ক তারেক রহমান ও দেশ মাতা খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া চান