ঢাকা রবিবার, ১০ই নভেম্বর ২০২৪, ২৭শে কার্তিক ১৪৩১


নাসিরনগরে সম্পত্তির জন্য সৎ ভাইকে জ্যান্ত কবর দেয়ার চেষ্টা


১০ অক্টোবর ২০২৪ ১৫:১৫

আপডেট:
১০ অক্টোবর ২০২৪ ১৫:১৬

 

ঘটনাটি ঘটেছে উপজেলার ভলাকুট ইউনিয়নের দূর্গাপুর ও বালিখোলার মাঝে।ওই ঘটনায় উভয় পক্ষের মাঝে পৃথক দুটি মামলা ও চলমান রয়েছে।
মামলা ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে।বালিখোলা গ্রামের মোঃ সৈয়দ আলী জানান,তিনি দূর্গাপুর মৌজা ৩ শতক ৩৩ পয়েন্ট বাড়ি ও একটি ঘর সহ তার সৎ ভাই আলী হোসেনের নিকট বিক্রি করে।আলী হোসেন জায়গার সমুদ মুল্য পরিশোধ না করে মাত্র চার লক্ষ টাকা পরিশোধ করে জায়গা দলিল করে দেয়ার জন্য সৈয়দ আলীকে চাপ সৃষ্টি করে।সৈয়দ সমুদ টাকা না পেয়ে দলিল রেজিষ্টি করে দিবে না বলে জানালে,ঘটনার তারিখ ও সময় রাতের বেলা আলী হোসেন আর তার ছেলে সঙ্গীয় আরো দুই তিন জনকে সাথে নিয়ে সৈয়দ আলীর হাত মুখ পা বেধে করবস্থানে নিয়ে জ্যান্ত কবর দেয়ার চেষ্টা কালে তার চিৎকারে থানা পুলিশ ও প্রতিবেশীদের সহযোগিতায় উদ্ধার হয়।
সরেজমিন ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন লোকজনের সাথে কথা বলে ঘনার সত্যতা জানা যায়।এ বিষয়ে জানতে চাইলে চাতলপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানান তাদের দুই পক্ষেরই দুটি মামলা রয়েছে।তবে আমরা তাদের সঠিক সমাধানের চেষ্ট চালিয়ে যাচ্ছা
জানা গেছে ওই ঘটনার কারনে আলী হোসেন ও তার ছেলে সৈয়দ আলীর ভিক্ষুক মাকে পিটিয়ে মাথা পাটিয়ে ফেলে।
বর্তমানে সৈয়দ আলী, আলী হোসেন ও তাদের লোকজনের ভয়ে পার্শ্ববর্তী দুর্গাপুর গ্রামে বসবাস করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন জানান,
বিষয়টা সৈয়দ আলী আর আলী হোসেনের পারিবারিক হলেও গ্রাম্য কয়েকজন সর্দারের কারনে তা শেষ করা সম্ভব হচ্ছেনা। সর্দারা দুই ভাইকে দুই দিকে পরিচালনা করে পায়দা লুটে নিচ্ছে।