ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ এক মাদক কারবারি গ্রেফতার


৯ অক্টোবর ২০২৪ ১৪:২০

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ১১:৫৯

 

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের র‌্যাব সদস্যরা শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সমশ্চূড়া এলাকায় ৭ অক্টোবর সোমবার রাত ১১টার দিকে এক মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ভারতীয় ৩২ বোতল মদসহ সাইলেন্ট চামুগং (১৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত সাইলেন্ট চামুগং শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার আন্ধারুপাড়া গ্রামের পলিন্দ্র রকোর ছেলে।

জানা গেছে, এক গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাত ১১ টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে র‌্যাব সদস্যরা নালিতাবাড়ী উপজেলার সমশ্চূড়া এলাকায় এক মাদক বিরোধী অভিযান চালায়। এসময় নালিতাবাড়ী উপজেলার বারোমারি মিশন থেকে ঝিনাইগাতীগামী রাস্তার পূর্ব সমশ্চুড়া তিন রাস্তার মোড়ের হানিফের চায়ের দোকানের পাশের পাকা রাস্তা থেকে সাইলেন্ট চামুগংকে ৩২ বোতল ভারতীয় মদসহ আটক করা হয়। সাইলেন্ট চামুগং একজন পেশাদার মাদক কারবারি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় সাইলেন্ট চামুগং দীর্ঘদিন থেকে ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলো।

এঘটনায় মাদক কারবারি সাইলেন্ট চামুগংকে নালিতাবাড়ী থানায় সোপর্দ করে র‌্যাব-১৪ পক্ষ থেকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের (২৫) খ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।