ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


নকলা জামায়াত ইসলামীর পক্ষ থেকে খাবার বিতরণ


৭ অক্টোবর ২০২৪ ১৫:৪৬

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ১২:০৩

পাহাড়ি ঢল আর অতিবৃষ্টিতে সৃষ্ট শেরপুরের বন্যায় নকলা জামায়াত ইসলামীর পক্ষ থেকে ২০০টি পরিবারকে রান্না করা খাবার এবং ১১০টি পরিবারকে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

নকলা উপজেলায় ইউনিয়নে পিছলাকুড়ী জামায়াত ইসলামী এলাকা পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. ছামিউল হক ফারুকী এবং জামালপুর ও শেরপুর জেলার নেতৃবৃন্দ।

আরও উপস্থিত ছিলেন জামালপুর জেলা ভারপ্রাপ্ত জেলা আমীর মাওলানা আব্দুস সাত্তার, শেরপুর জেলা আমীর মাওলানা হাফিজুর রহমান, জামালপুর জেলা সেক্রেটারি এড. আব্দুল আওয়াল, জেলা বায়তুলমাল সেক্রেটারি অধ্যাপক ছামিউল হক, নকলা উপজেলা আমির গোলাম সারোয়ারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ড. ফারুকী বলেন, বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ। এই দুর্যোগ থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করতে হবে। এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। তিনি সমাজের বিত্তবান লোকদের এই দুর্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।