ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


শেরপুর জেলার বন্যার্তদের সাহায্যার্থে সামর্থ্যমত সবাই এগিয়ে আসুন : শাশ্বত মনির


৫ অক্টোবর ২০২৪ ২২:৫০

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ১২:১৩

শেরপুর জেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ৫০ হাজার টাকার চেক প্রদান করেছেন পুষ্পধারা প্রপার্টিজ লি. এর ভাইস চেয়ারম্যান ও দৈনিক আমাদের দিন পত্রিকার প্রধান সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান (শাশ্বত মনির)। আজ (৫ অক্টোবর) সন্ধ্যায় নিজ কার্যালয়ে শেরপুর জেলার জুলগাঁও উন্নয়ন সংঘের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন শাকিলের কাছে তিনি এই চেক হস্তান্তর করেন।

এসময় তিনি বলেন, গত দু’দিন যাবত শেরপুর জেলার ঝিনাইগাতী, শ্রীবরদী, নালিতাবাড়ী উপজেলার প্রায় দেড় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এই দুর্যোগে প্রায় তিন লক্ষ নাগরিক চরম মানবেতর জীবন যাপন করছেন। বন্যায় গবাদিপশুর প্রাণহানিসহ আবাদী ফসল ও মাছ চাষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যাপ্ত নৌকা এবং খাদ্য সামগ্রী না থাকায় আটকে পড়ে আছে হাজারো মানুষ। এ পর্যন্ত বন্যায় ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত ব্যক্তিদের আত্মার মাগফেরাত কামনা করছি।

শেরপুর জেলার বন্যার্তদের পাশে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান ও ধনাঢ্য ব্যক্তিবর্গকে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারি সহায়তা সামান্য কিছু থাকলেও বেসরকারি পর্যায়ে কোনো উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। এমতাবস্থায় দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে সাধ্যমত সাহায্য নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।

চেক প্রদানকালে আরও উপস্থিত ছিলেন উত্তরণ পাবলিক স্কুলের সাবেক প্রধান শিক্ষক হারুন অর রশিদ, এম জে ফ্যাশনের হেড অব সেলস মেহেদী হাসান খান, ঝিনাইগাতীর খালিদ রহমান খুশবুসহ আরও অনেকে।