ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


ডুমুরিয়া সদরে বন্যার্তদের মাঝে ইউএনও’র ত্রাণ সামগ্রী বিতরণ


২৭ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫৫

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০১:০৮

ডুমুরিয়া সদর ইউনিয়নের আরাজি ডুমুরিয়া, সাজিয়াড়া ও মির্জাপুর গ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-আমিন।

বন্যায় এ এলাকার অধিকাংশ ঘর বাড়ি পানিতে তলিয়ে গেছে। পানি যাওয়ার কোন ব্যবস্থা না থাকায় স্থায়ী জলাবদ্ধতা দেখা দিয়েছে।

তিনি শুক্রবার সকালে উক্ত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ কালে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, সদর ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবীর বুলু, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, উপজেলা পূজা পরিষদের সভাপতি নির্মল বৈরাগী, মুফতি আবদুল কাইয়ুম জমাদ্দার, ইউপি সদস্য লূৎফর রহমান মোড়ল, গাজী গফ্ফার, দিবাশীষ মন্ডল, আছমা পারভীন, শাহাজান জমাদ্দার, সোহেল গাজী, শেখ আনিস, সরোয়ার মোড়ল, রিপন হালদার, পরিতোষ বৈরাগী, মাষ্টার জয়দেব বিশ্বাস, দিপন বিশ্বাস, আশিষ মহালদার, হারাধন দাস প্রমুখ।