ঢাকা রবিবার, ৬ই জুলাই ২০২৫, ২৩শে আষাঢ় ১৪৩২


শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে ডুমুরিয়ায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


প্রকাশিত:
২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৯:২৬

বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত প্রতিষ্ঠানে বিভিন্ন পদে সরকারী স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ ও শিক্ষা সংষ্কার কমিশন গঠনের দাবীতে গতকাল মঙ্গলবার সকালে ডুমুরিয়া উপজেলার বেসরকারী মাধ্যমিক (স্কুল ও মাদ্রাসা) শিক্ষা পরিবারের আয়োজনে খুলনা-সাতক্ষিরা মহাসড়কে ডুমুরিয়া প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বীরেশ্বর বৈরাগী, সাধারন সম্পাদক জিএম শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক আইয়ুব হুসাইন, স.ম আব্দুর রাজ্জাক, শেখ সিরাজুল ইসলাম, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি বিলায়েত হোসেন, সাধারণ সম্পাদক মোল্যা কবির হোসেন, সেলিম হালদার, আইয়ুব আহম্মদ, জাহাঙ্গীর আলম, হাবিবুর রহমান, আশরাফুল আলম, জিএম আকরাম হোসেন, সুপার মাওঃ শহিদুল ইসলাম, মাওঃ আছাবুর রহমান প্রমুখ।

মানবন্ধন কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী আফিসারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।