ঢাকা শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন এখন শেরপুরের বৃক্ষ মেলায়


১৯ সেপ্টেম্বর ২০২৪ ২০:২২

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৩:২১

 

গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি, এর স্লোগানে শুরু হয়েছে শেরপুর ডিসি উদ্যানে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উক্ত মেলায় অংশ গ্রহন করেছেন বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন শেরপুর জেলা শাখা। বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের উদ্দ্যোগে ৫ টি প্রকল্পের কাজ করা হয় প্রকল্প ৫ টি হল,

১-পরিবেশ বান্ধব বন্ধুচুলা,২-জলবয়ু বান্ধব বৃক্ষরোপন, ৩- জলবায়ু বান্ধব কৃষি, ৪- সুপেয় খাবার পানি, ৫- সাশ্রয়ী চুলা। এ ফাউন্ডেশনের মাধ্যমে পরিবেশ বান্ধব চুলা প্রতিটি গ্রামে ও ঘরে ঘরে বিনামূল্যে পৌছানোর চেষ্টা চলছে। এ চুলা ব্যবহারের ফলে পরিবেশ দূষন থেকে রক্ষা পাওয়া যায়। তা ছাড়া এ ফাউন্ডেশনের মাধ্যমে গাছ পরিচর্যার জন্য কিছু আর্থিক সহযোগিতা করা হয় যা অফেরত যোগ্য। বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডঃ ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান এর এটি একটি মহৎ উদ্দ্যোগ যা এ দেশে জন্য কল্যাণকর।শেরপুর জেলা কার্যালয়ের দায়িত্বে আছেন মি. লিন্টু দিও।

মি. লিন্টু দিও এ মহৎ উদ্দ্যোগে শেরপুর জেলার সর্বস্তরের জনগনের সহযোগিতা কামনা করেছেন।