ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


সাতক্ষীরায় নতুন পুলিশ সুপার মনিরুল ইসলামের যোগদান


৯ সেপ্টেম্বর ২০২৪ ২১:২৩

আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ১৮:২৯

 

সাতক্ষীরা জেলা পুলিশের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মোহাম্মদ মনিরুল ইসলাম। সোমবার (০৯ সেপ্টেম্বর) সকালে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম সাতক্ষীরায় এসে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সাতক্ষীরা জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।

পরবর্তীতে পুলিশ সুপার কনফারেন্স রুমে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তিনি পরিচিত হন এবং তাদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজিব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মোঃ আমিনুর রহমানসহ সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ ও সাতক্ষীরা জেলা পুলিশের সকল পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।