ঢাকা শনিবার, ৫ই জুলাই ২০২৫, ২২শে আষাঢ় ১৪৩২


শেরপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


প্রকাশিত:
১৯ আগস্ট ২০২৪ ১৭:২৫

 

শেরপুর জেলা বিএনপি ও জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্দ্যোগে ১৯ আগস্ট সোমবারে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদর্শন করে জেলা বিএনপি অফিসে এসে শেষ হয়। তারপর আলোচনা সভার কার্য শুরু হয়।

সভার সঞ্চালনায় থাকেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ। সবার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা মোঃ নাদিম হাসান।

এ সময় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ কামরুল হাসান। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য বলেন, যেন দেশ ও জাতির উন্নয়ন হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র সংগ্রামী সভাপতি মোঃ মাহমুদুল হক রুবেল ও সাধারণ সম্পাদক হযরত আলী, আবু রায়হান রুপমসহ জেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী।