ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


ঐক্যের পথে কক্সবাজার উত্তর জেলার সুন্নী সমমনা দলগুলো


১৯ আগস্ট ২০২৪ ১১:২৭

আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ০৬:২৫

 

আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, যুবসেনা, ছাত্রসেনা কক্সবাজার উত্তর জেলা, বাংলাদেশ সুপ্রিম পার্টি কক্সবাজার জেলা ও গাউছিয়া কমিটি বাংলাদেশ কক্সবাজার উত্তর জেলার নেতৃত্বের উপস্থিতিতে চকরিয়া পৌরসভাস্থ মগবাজার বিআরডিবি হলে গত ১৭ আগস্ট শনিবার ঐক্যের বিষয়ে এক মতবিনিময় সভা ও সুন্নী ওলামায়ে কেরামদের স্মরণ এবং শহিদ ছাত্রদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন সুন্নী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে ঐক্যের জন্য সহমত পোষণ করে বক্তব্য প্রদান করে। আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ কক্সবাজার উত্তর জেলা সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা সাহাদাত হোসাইন আল-কাদেরীর সভাপতিত্বে এইচ এম রবিউল হাসান কাদেরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া ইমাম হুসাইন (রাঃ) সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি উছমান গনী এম এ। গাউছিয়া কমিটি বাংলাদেশ মাতামুহুরি সাংগঠনিক উপজেলা শাখার সভাপতি মাওলানা বেলাল উদ্দীন সিদ্দিকী,

আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ কক্সবাজার উত্তর জেলা শাখার মাওলানা অর্থ সম্পাদক এহসানুল হক নঈমী, কোনাখালীর আল আমিন হাসেমীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা সিদ্দিক আহমেদ মেহেরী মাওলানা শোয়াইবুল ইসলাম আল কাদেরী, গাউছিয়া কমিটি বাংলাদেশ কক্সবাজার উত্তর জেলা শাখার দাওয়াতে খায়ের সম্পাদক মাওলানা একরামুল হক, বাংলাদেশ ইসলামি যুবসেনা কক্সবাজার উত্তর জেলা শাখার সভাপতি এম আবদুল হাকিম, বাংলাদেশ ইসলামি যুবসেনা চকরিয়া উপজেলা শাখার সভাপতি এম নুরুল ইসলাম, বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সদস্য সাহাজাদা আবুল হাসেম শাহ, গাউছিয়া কমিটি বাংলাদেশ পেকুয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা হেলাল উদ্দিন নোমানী, গাউছিয়া কমিটি বাংলাদেশ পেকুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলি আযম।