ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


ভালুকায় হিন্দু সম্প্রদায়ের সাথে বিএনপির সম্প্রীতি সমাবেশ


১৭ আগস্ট ২০২৪ ২০:৩৯

আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ০৬:২৫

 

ময়মনসিংহের ভালুকায় পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খানের উদ্যোগে পৌর এলাকার হিন্দু সম্প্রদায় নিয়ে সম্প্রীতি সমাবেশ হয়েছে।

শনিবার (১৭আগস্ট) দুপুরে ভালুকা পৌর এলাকার ২নং ওয়ার্ডে অবস্থিত কেন্দ্রীয় হরিসভা মন্দিরে হিন্দু সম্প্রদায়ের সাথে বিএনপি নেতাকর্মীদের সম্প্রীতি সভায় শ্রী অজিত বনিকের সভাপতিত্বে ও শ্রী স্বপন বনিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভালুকা উপজেলা বিএনপি‘র সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম।

এছাড়াও বক্তব্য রাখেন, পৌর বিএনপি‘র আহবায়ক আলহাজ্ব হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন, উপজেলা বিএনপির সদস্য আলমগীর হোসেন, পৌর বিএনপির সদস্য আমান উল্লাহ তাজুন, উপজেলা শ্রমিকদলের সভাপতি সৌমিক হাসান সোহাগ, সাধারণ সম্পাদক শাহ্ মোঃ সুজন, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি শ্রী মলয় নন্দী মানিক, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষধের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু গেনেন্দ্র দাস, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা রতি রঞ্জন বর্মন প্রমূখ। এছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।