বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রাব্বি হত্যার বিচার চায় পারনান্দুয়ালীবাসী

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের শেষদিন মাগুরাতে বিএনপি আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে ছাত্রদল নেতা রাব্বি নিহত হয়। নিহত হওয়ার ১০ দিন অতিবাহিত হলেও প্রশাসন এখনো কাউকে গ্রেফতার করেনি। অথচ হত্যাকারী এখনো দাম্ভিকতার সহিত এলাকায় বিচরণ করছে। এতে করে এলাকায় সাধারণ মানুষের মনে ভীতির সৃষ্টি হচ্ছে।
হত্যাকারীর সুষ্ঠু বিচারের দাবীতে ১৫ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৫টায় শহরের পারনান্দুয়ালী বাস স্ট্যান্ডে ৫ ও ৬ নং ওয়ার্ডের সাধারণ জনগণের উদ্দ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত জনগণ রাব্বি হত্যার বিচার দাবি করে দ্রুত হত্যাকারীকে গ্রেফতারের দাবী জানান।