ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


শেরপুরে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১, আহত ৫


৭ আগস্ট ২০২৪ ১২:৩০

আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ০৬:২৭

 

শেরপুর জেলার সদর উপজেলার ৬নং পাকুড়িয়া ইউনিয়নের গনই ভরুয়া পাড়া গ্রামে জমি সংক্রান্ত জের ধরে ৬ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ৬ টার দিকে উক্ত জমির মামলার বিবাদী আব্দুল রাজ্জাক (৫০) গংরা কোনো কিছু বুঝে উঠার আগেই বিবাদী গংরা দেশীয় অস্ত্রের সজিত হয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে মোছা. মনোয়ারা বেগম (৬৫) নামে এক মহিলা গুরুতর জখম হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়। অন্যান্য গুরুতর জখমিরা শেরপুর সদর হাসপাতালে ভর্তি আছেন।

মামলার বাদীর অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ২ যুগ ধরে ৫৬ শতাংশ ভূমির উপর রেকর্ড সংশোধনির একটি মামলা উভয় পক্ষের মধ্যে চলে আসছিল। বিবাদীগণ দেশের বিশৃঙ্খলার মধ্যে সুযোগ বুঝে খুব ভোরবেলায় ওই জমিতে দখল নেওয়ার চেষ্টা করে। এসময় মামলার বাদীগণ ঘুমন্ত অবস্থায় থাকে। বাদীগণ ঘুম থেকে উঠে এর প্রতিবাদ করলে ধারালো অস্ত্র দিয়ে একাধারে কোপাতে থাকে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।