ঢাকা মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৪, ৩রা আশ্বিন ১৪৩১


শোকের র‌্যালী বৃষ্টির মধ্যেই পালন বেলকুচিতে


২ আগস্ট ২০২৪ ২২:০৭

আপডেট:
১৭ সেপ্টেম্বর ২০২৪ ০৮:০৮

সিরাজগঞ্জে বেলকুচিতে শোক মিছিল করেছেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বৃষ্টির মধ্যেই মিছিলটি বের হয়।

‘শোক হোক শক্তি’ বেলকুচি আওয়ামীলীগ নেতাদের স্লোগানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের শহীদদের স্মরণে বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল এমপি মহোদয়ের নির্দেশে, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাসের সঞ্চালনায় মিছিলটি মুকুন্দগাতী বাস স্ট্যান্ড গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর পুনরায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

উক্ত মিছিলে অংশগ্রহণ করেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম সরকার,বেলকুচি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডলের পিএস সেলিম রেজা , উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।