ঢাকা মঙ্গলবার, ২৫শে মার্চ ২০২৫, ১২ই চৈত্র ১৪৩১


শেরপুর কোর্ট এ ২০৭ বোতল ভারতীয় মদের বোতল ধংস


১ আগস্ট ২০২৪ ২০:১০

আপডেট:
২৫ মার্চ ২০২৫ ২২:৪৮

 

শেরপুর আদালত প্রাঙ্গণে নালিতাবাড়ী ও ঝিনাইগাতীসহ তিনটি মামলায় জব্দকৃত ২০৭ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ ১ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৪টায় শেরপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আদালতের নির্দেশনায় ধ্বংস করা হয়েছে।

জানা গেছে, চলতি বছরের জুন ও জুলাই মাসে শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার সীমান্তঘেষা গ্রাম থেকে মাদক পাচারকারীসহ ভারতীয় এসি ব্লেক,হুিইসকি, অফিসার্স চয়েজ সহ বিভিন্ন ব্র্যান্ডের এসব মদ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য নয় লক্ষ টাকা।

পরে আদালতের নির্দেশে বৃহস্পতিবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর-ই জাহিদের উপস্থিতিতে আদালত প্রাঙ্গণে জব্দকৃত ২০৭ বোতল মদ ধ্বংস করা হয়েছে। এসময় অন্যান্যদের মধ্যে কোর্ট পুলিশ পরিদর্শক খন্দকার শহীদুল হক, ডিবির উপ-পরিদর্শক মোঃ মতিউর রহমানসহ আদালতের কর্মচারীরা উপস্থিত ছিলেন।