ঢাকা মঙ্গলবার, ২৫শে মার্চ ২০২৫, ১২ই চৈত্র ১৪৩১


শেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা


১ আগস্ট ২০২৪ ১২:৫০

আপডেট:
২৫ মার্চ ২০২৫ ২০:৪১

“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ জুলাই বুধবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে ডিসি উদ্যান চত্বরে গিয়ে শেষ হয়। পরে ডিসি উদ্যান চত্বর পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন শেরপুর-১ সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু।

পরে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় শেরপুর-১ সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, জেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার কর্মকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাঃ হাফিজা জেসমিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরো প্রমুখ।

আলোচনা সভা শেষে জেলার সফল মৎস্য চাষীদের মাঝে মৎস্য বিভাগের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়।

আগামী ৫ আগস্ট পর্যন্ত মৎস্য সপ্তাহের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে জেলা ও উপজেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ এবং পানির ভৌত-রাসায়নিক গুণাগুন পরীক্ষা ও পরামর্শ প্রদান, মৎস্য খাতের টেকসই উন্নয়ন বিষয়ে কর্মশালা, সুফলভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ এবং মূল্যায়ন।