ঢাকা রবিবার, ৮ই সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১


শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত


১৪ জুলাই ২০২৪ ১৯:৫২

আপডেট:
১৪ জুলাই ২০২৪ ১৯:৫৬

 

‘মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান’ এ প্রতিপাদ্যেকে সামনে রেখে শেরপুর জেলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৪ জুলাই রোববার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক জেবুন নাহার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম। সভার শুরুতে মাদকের ভয়াবহতা ও মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযান বিষয়ে ভিডিও ডকুমেন্টারী উপস্থাপন এবং স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ।

সভায় বক্তারা মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বারোপ করেন। দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। সমৃদ্ধ দেশ গঠনে দেশের সকল জনগোষ্ঠীর অংশগ্রহণ প্রয়োজন। তাই সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে। মাদক জীবন থেকে জীবন কেড়ে নেয়, পরিবারে ধ্বংস ডেকে আনে, সমাজে ক্ষত সৃষ্টি করে, রাষ্ট্রের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করে। তাই সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে। এজন্যে প্রয়োজন সর্বস্তরে সচেতনতা তৈরী করা।

সভায় মাদক বিরোধী রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার ও সনদ প্রদান করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ।

সভায় সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ জসীম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল ওয়াদুদ অদু, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরো, শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুয়েল, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, নকলা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া উম্মুল বানিন, শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল আলম রাসেল, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আল-আমীন, নালিতাবাড়ী পৌরসভার মেয়র মোঃ আবু বক্কর সিদ্দিক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক ছিদ্দিকুর রহমান, উপ-পরিদর্শক মোঃ আল মাসুদ, সহকারী উপ-পরিদর্শক আবু ছোফিয়ান তরফদার, মোছাঃ উম্মে তাছনীমা সরকার, কামারেরচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা প্রশাসন ও অন্যান্য দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।