ঢাকা বুধবার, ১৬ই এপ্রিল ২০২৫, ৪ঠা বৈশাখ ১৪৩২


ভালুকায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২এর কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ

ভালুকায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২এর কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ


৯ জুলাই ২০২৪ ১৩:২৩

আপডেট:
১৬ এপ্রিল ২০২৫ ১৯:৪৩

 

ভালুকায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নানা বৈষম্যের প্রতিবাদসহ ২ দফা দাবিতে ময়মনসিংহ পল্লী বিদ্যুত সমিতি-২ এর সকল কর্মকর্তা -কর্মচারীরা কর্মবিরতি, বিক্ষোভ ও চোখমুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছে।
মঙ্গলবার (৯জুলাই) সকাল থেকে দিনব্যাপি ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সামনে অবস্থান নিয়ে এবং চোখমুখে কালো কাপড় বেঁধে ওই কর্মসূচি পালন করেছে তারা।
সমিতির সদরদপ্তর, সকল জোনাল ও সাব জোনাল অফিসের কর্মকর্তা -কর্মচারীরা এতে অংশ নিয়েছেন। আরইবি পবিস একিভুতকরণসহ অভিন্ন সার্ভিস কোড প্রনয়ন এবং সকল অনিয়মিত- চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিত করনের ২টি দাবী তুলে ধরেছেন আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারিরা।
জানাযায় সারাদেশে ৮০টি পল্লী বিদ্যুত সমিতির ৪০হাজার কর্মকর্তা- কর্মচারী একযোগে এই আন্দোলনে অংশগ্রহণ করছে।
তাদের দাবি মেনে নেওয়া না পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান আন্দোলনকারীরা।


ভালুকায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২এর কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ