ঢাকা শনিবার, ৫ই জুলাই ২০২৫, ২২শে আষাঢ় ১৪৩২


ফুলপুর পৌরসভায় একদিনের বৃষ্টিতেই পানিবন্দী হাজার মানুষ


প্রকাশিত:
৩ জুলাই ২০২৪ ১৭:৩৬

 

ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা বাজারের আশেপাশে কয়েকটি মহল্লা পানিবন্দী। পৌরসভার আমুয়াকান্দা বাজার ইয়াকুব আলী রোডের দুই পাশে প্রায় ২০টি পরিবার বৃষ্টির পানিতে ভাসমান অবস্থায় আছে। এই অবস্থা শুধু ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা বাজারে ড্রেনের ব্যবস্থা না থাকায়।

এমতাবস্থায় ফুলপুর পৌরসভার পয়ারী রুটের পাশে লেদু সরকার বাড়ির আশেপাশে বাড়িঘরগুলো পানিবন্দী অবস্থায়।

পৌরসভার আমুয়াকান্দা বাজারে চৌকিমহল বৃষ্টির পানিতে তলিয়ে চলে গেছে প্রায় হাফ কিলোমিটার রাস্তা। আমুয়াকান্দা বাজারে প্রায় সব রাস্তাই বৃষ্টি হলে তলিয়ে যায়। এতে জনদুর্ভোগের শেষ নেই ।