ঢাকা সোমবার, ১লা জুলাই ২০২৪, ১৭ই আষাঢ় ১৪৩১


ভালুকায় উপজেলা পরিষদের প্রথম সভা ও চেয়ারম্যানদের বরণ ও বিদায় সংবর্ধনা


২৬ জুন ২০২৪ ১৭:৪৮

আপডেট:
১ জুলাই ২০২৪ ০১:৫৩

ময়মনসিংহের ভালুকায় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের প্রথম সভা ও বরণ, বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। (২৬ জুন) বুধবার দুপুরে ভালুকা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রথম সভা ও সংবর্ধনা দেওয়া হয়। নতুন পরিষদের শপথ গ্রহণ করে দুপুরে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ভালুকা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাজ্বী রফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসারের সঞ্চালনায় এ সভায় অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান এজাদুল হক পারুল, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা সুলতানা মুন্নি, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় বিদায়ী চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদের বিদায়ী বক্তব্য শেষে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।