ঢাকা শুক্রবার, ২৮শে জুন ২০২৪, ১৫ই আষাঢ় ১৪৩১


শহিদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা চকরিয়া জোন-১ এর বৃত্তি প্রদান ও সংবর্ধনা


২২ জুন ২০২৪ ১৮:৩৪

আপডেট:
২৮ জুন ২০২৪ ১৬:৫৭

 

২২ জুন চকরিয়ায় বেতুয়াবাজর হযরত ফাতিমা (র) বালিকা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সকাল ৯টার সময় শহিদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা চকরিয়া জোন-১ সম্বয়ক ও ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেম কক্সবাজার জেলার সভাপতি হাফেজ মাওলানা আবুল হাসেম এর সভাপতিত্বে শহিদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা চকরিয়া জোন-১ বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন -মাওলানা আজিজুল হক আল কাদেরী, সভাপতি বাংলাদেশ আহলে সুন্নত ওয়াল জামাআত, কক্সবাজার উত্তর জেলা, উদ্ভোধনী বক্তব্য রাখেন কামরুজ্জামান চৌধরী সোহেল, সাধারণ সম্পাদক বাংলাদেশ কৃষক লীগ মাতামুহুরি সাংগঠনিক উপজেলা শাখা, বিশেষ অতিথি কবি সাইফুল মোস্তফা, সমন্বয়ক -শহিদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা চকরিয়া জোন-২, মাওলানা মোহাম্মদ শোওয়াইবুল ইসলাম, সুপার পুরুত্যাখালী আল আমিন হাশেমিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা,হাফেজ মাওলানা মোহাম্মদ ইমরান হোছাইন যুগ্ম সমন্বয়ক শহিদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা চকরিয়া জোন-১ ও আরবী প্রভাষক হযরত ফাতিমা (র) বালিকা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা।

সঞ্চালনা করেন ছাত্র নেতা মোহাম্মদ সালাউদ্দিন সচিব শহিদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা চকরিয়া জোন-২, ছাত্র নেতা মুহাম্মদ জমির উদ্দিন, সচিব শহিদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা, চকরিয়া জোন-১,আরিফুল হুদা, রিয়াজ উদ্দিন ছাত্র জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা চট্টগ্রাম। গত ডিসেম্বর সারা বাংলাদেশে একযোগে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের আজ বৃত্তি প্রধান ও সংবর্ধনা প্রদান করা হয়। আদর্শিক ও মেধাবী ছাত্র সমাজ বিনির্মানে উক্ত বৃত্তি পরীক্ষা কাজে আসবে বলে বক্তরা মন্তব্য করেন।


চকরিয়া, কক্সবাজার