ঢাকা সোমবার, ২৪শে জুন ২০২৪, ১১ই আষাঢ় ১৪৩১


সরকারি মাল দরিয়ায় ঢাল!


১০ জুন ২০২৪ ১৬:১১

আপডেট:
২৪ জুন ২০২৪ ১৯:১৬

 

কথায় বলে সরকারকা মাল দড়িয়ামে ঢাল। আর এ প্রবাদটি এবার সত্য প্রমাণ করেছে ঝিনাইগাতী উপজেলা প্রশাসন।

জানা গেছে, ঝিনাইগাতী উপজেলার সোমেশ্বরী নদীর তাওয়াকোচা, খাড়ামুড়া ও বালিজুরি এলাকা থেকে অবৈধভাবে বালু লুটপাট চালিয়ে আসছিল স্থানীয় বালুদস্যুরা। নদীর বিভিন্ন স্থানে ৮/১০টি ড্রেজার মেশিন বসিয়ে প্রতিদিন লাখ লাখ টাকা মূল্যের বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল বালুখেকোরা।

জানা গেছে, প্রতি ট্রাক বালু বিক্রি করে আসছিল ২০/২৫ হাজার টাকা করে। এসব বালু উত্তোলন বন্ধের বিষয়ে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৭ জুন শুক্রবার বিকালে অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল এ অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে উত্তোলনকৃত প্রায় অর্ধকোটি টাকা মূল্যের বালুও জব্দ করা হয়।

উল্লেখ্য, জব্দকৃত বালুগুলো অভিযান পরিচালনার সময় মাত্র ৬১ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয় বালুদস্যুদের কাছেই। ৬১ হাজার টাকা মুলত ২ ট্রাক বালুর মূল্য। এ নিয়ে সচেতন মহলের মধ্যে নানা জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে।

অনেককেই বলাবলি করতে শোনা যাচ্ছে সরকারি মাল দরিয়ায় ঢাল।


শেরপুর ঝিনাইগাতী সোমেশ্বরী