ঢাকা মঙ্গলবার, ১৫ই এপ্রিল ২০২৫, ৩রা বৈশাখ ১৪৩২


সোহরাওয়ার্দী কলেজে সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা


১ জুন ২০২৪ ১৩:৩৮

আপডেট:
১৫ এপ্রিল ২০২৫ ০৯:১০

পুরান ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসে সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ মে) সন্ধ্যায় কলেজ প্রাঙ্গণে বিভিন্ন শিক্ষাবর্ষের তিন শতাধিক সাবেক শিক্ষার্থী জড়ো হন। স্মৃতিচারণ ও গল্পে মেতে ওঠেন সবাই। সাবেক শিক্ষার্থী ফোরাম’ এ আয়োজন করে। অনুষ্ঠানে ‘সাবেক শিক্ষার্থী ফোরাম’ এর সভাপতি নির্বাচিত হন শুশান্ত চন্দ্র সুমনকে। সাধারণ সম্পাদক হয়েছেন মহিউদ্দিন চৌধুরী বাবু।

এ সময় উপস্থিত ছিলেন, প্রবীর কুমার, আলমগীর হোসেন নিতু, আবদুল ওয়াদুদ খান শুভ, জয়নাল আবেদীন, আলামীন হোসেন, সাইফুল ইসলাম, খায়রুল ইসলাম মিলন, রাশেদুল ইসলাম রাসেল, ইমরান রহমান, শেখ সাদি, ইরফান শাহরিয়ার, মো. ফয়েজ আহমেদ, স্বজল গাজী, সন্জয় সাহা, আমিনুল ইসলাম শামীম, তানজির আহমেদ, এ আর নাঈম, যুহাইর ইসলাম পিংকু, মেজবাহ উদ্দিন পিয়াস, মাসুদুর রহমান আনন্দ প্রমুখ।

বক্তারা বলেন, যৌবনের গুরুত্বপূর্ণ সময় এই লাল ইটের ক্যাম্পাসে কাটিয়েছি। এটার আবেগ সারাজীবন ধরে রাখতে চাই। আমরা সবাই এক ছাতার নিচে থাকলে সবার বিপদ-আপদে পাশে দাঁড়ানো সহজ হবে। প্রাক্তন হওয়া মানে সবকিছু শেষ হয়ে যাওয়া নয়- সেটির প্রমাণ দিতে চাই আমরা।


পুরান ঢাকা, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ