ঢাকা শনিবার, ২৭শে ডিসেম্বর ২০২৫, ১৪ই পৌষ ১৪৩২


নাফ নদী থেকে ৩ কেজি আইস উদ্ধার


প্রকাশিত:
২৬ ফেব্রুয়ারি ২০২২ ২৩:৩২

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ১৫ কোটি ৮৫ লাখ টাকা মূল্যের তিন কেজি ১৭০ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করা হয়নি।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, অস্ত্র, মাদক, মানবপাচারসহ রোহিঙ্গা অনুপ্রবেশরোধে সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। শনিবার ভোরে মাদকের একটি চালান পাচারের খবর পেয়ে টেকনাফের হ্নীলা নাফ নদীতে বিজিবির একটি দল অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে একটি প্যাকেটের ভেতর থেকে তিন কেজি ১৭০ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১৫ কোটি ৮৫ লাখ টাকা।

তিনি আরও জানান, উদ্ধার ক্রিস্টেল মেথ বিজিবির সদর দফতরে রাখা হয়েছে। পরবর্তীতে কর্তৃপক্ষের নির্দেশে ধ্বংস করা হবে।