ঢাকা মঙ্গলবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৫, ১লা আশ্বিন ১৪৩২


সাজেক থানা ছাত্রলীগের কমিটি ঘোষণা,সভাপতি মাহিম-সম্পাদক শুভ


প্রকাশিত:
১০ অক্টোবর ২০২১ ১৭:৩০


সভাপতি মিজানুর রহমান মাহিম ও শুভ চৌধুরীকে সাধারণ সম্পাদক করে পার্বত্য রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত প্রস্তাবিত সাজেক থানা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে ।
গতকাল এই কমিটি অনুমোদন করেন বাঘাইছড়ি উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সানি এবং যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম সবুজ।

উল্লেখ্য, গত বছর ৩ রা নভেম্বর ২০২০ সাজেক থানা ছাত্রলীগের সভাপতি ও জেলা ছাত্রলীগের উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ রুবেল সড়ক দুর্ঘটনায় নিহত হলে সভাপতির পদ খালি থাকায় সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে উক্ত কমিটি দেওয়া হয়েছে বলে জানান বাঘাইছড়ি উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সানি এবং সেই সাথে আগামী ১৫ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করেন।