পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ

জাজিরা শরীয়তপুর বিকে নগর ইউনিয়ন এর পশ্চিম কাজিকান্দির বর্তমান ইউনিয়ন পরিষদ মেম্বার মজিবর খান এর বাড়িতে গতকাল ভোররাতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন ওই বাড়িতে অগ্নিসংযোগ করেছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় এবং ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ঘটনায় সরাসরি অংশগ্রহণ করে মরহুম মান্নান খান এর তিন ছেলে রুহুল আমিন খান আল আমিন খান ও তার ভাই হাসান খান এছাড়াও তাদের সাথে সার্বিক সহযোগিতায় অজ্ঞাত আরও কয়েকজন রয়েছে।
দুর্বৃত্তরা রাত তিনটা নাগাদ কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয় ঘরটিতে প্রায় ৭ লাখ টাকার মালামাল রয়েছিল রবি মৌসুমের জন্য চাষাবাদ করার পেঁয়াজের বীজ রসুন বীজ এবং কীটনাশকসহ সার মজুদ রাখা হয়েছিল। দুর্বৃত্তরা এমনভাবে আগুন লাগিয়ে পালিয়ে যায় যে আগুনের লালা শিখায় কোন কিছুই অক্ষত অবস্থায় নেই সব জ্বলে পুড়ে ছাই।
নিঃস্ব হয়ে পড়েছে মেম্বার মজিবর খান কান্নায় ভেঙে পড়েছে তার পরিবারের অন্যান্য সদস্য গুলো তার বৃদ্ধ মা এখনো বাকরুদ্ধ অবস্থায় আহাজারি করছে। এবং দুর্বৃত্তরা আগুন লাগিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে চলে যায়।উক্ত ঘটনাটি জাজিরা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।