গাজীপুরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাজীপুর গাজীপুর মহানগরীর টঙ্গী থানাধীন, টঙ্গী রেল স্টেশন এর উত্তর পূর্ব পার্শ্বে কেরানিরটেক বস্তি বটতলার নিচে হাতেনাতে এক ৪৩৫ (চারশত পয়ত্রিশ) পিস অ্যাফিটামিন জাতীয় ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। ব্যক্তিকে গ্রেফতার করেছে ৮ এর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)। এসময় তাঁর কাছে প্রায় দুই কেজি গাঁজা পাওয়া যায়।
আজ বৃস্পতিবার আনুমানিক রাত ২ ঘটিকার সময় সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা'র নেতৃত্বে ফোর্সসহ মাদক বিরোধী অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তি হলেন,আসামী মোঃ লাল চাঁন (২৮), পিতা-মৃত চুনু মিয়া, মাতা-রোকেয়া বেগম, সাং-কুলার ঘাট, থানা-টঙ্গী পূর্ব থানা, গাজীপুর মেট্রোপলিটন ।
পরবর্তী তাকে থানা সোপর্দা করে এস আই(নিঃ) সুজন শিয়লী বাদী হয়ে গাজীপুর মহানগরীর টংগী পূর্ব থানায় মামলা দায়ের করেন।টংগী পুর্ব থানার মামলা নং -২৮ তারিখ -১৭/৯/২০২০!