ঢাকা রবিবার, ৫ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১


শিবচরে অসহায় দুস্থদের মাঝে মাদবর চর ইয়ূথ সোসাইটির ত্রাণ বিতরণ


২৯ মার্চ ২০২০ ০৪:২৮

আপডেট:
২৯ মার্চ ২০২০ ০৪:৪১

 

পুরো বিশ্বের মতো বাংলাদেশেও করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এর প্রভাবে জনজীবন হয়ে পড়েছে স্থবির। এহেন পরিস্থিতিতে সবচেয়ে বেকায়দায় পড়েছেন দুস্থ ও অসহায় মানুষজন। সবচেয়ে বেশি সহায়তা প্রয়োজন এখন তাদের। অনেকেই অবশ্য সামর্থ্য অনুযায়ী দুস্থদের পাশে দাঁড়াচ্ছেনও। এবার সেই তালিকায় যুক্ত হলেন শিবচরের মাদবর চর ইউনিয়নের একঝাক যুবকদের সমন্বয় গঠিত মাদবর চর ইয়ুথ সোসাইটি।

একইভাবে দুস্থ-অসহায়, দিনমজুর ও খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়িয়েছেন  সোসাইটি।

সাধ্যমত অসহায় ভ্যানচালক,গরিব ব্যক্তিদের হাতে খাবার তুলে দিচ্ছেন তারা। 

শনিবার (২৮ মার্চ) সংগঠনের নিজস্ব অর্থায়নে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
কর্মসুচির অংশ হিসেবে প্রথম পর্যায়ে মাদবরেের ইউনিয়নের ৪০ টি পরিবাররের প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল ও ১ টি ডেটল সাবান দেওয়া হয়।
জানাযায়, গত নয় দিন ধরে শিবচরের ৪টি এলাকায় প্রায় ৭৮ হাজার মানুষ করোনা ভাইরাস প্রতিরোধে প্রশাসনের নজরদারিতে রয়েছে ।

শিবচর পৌর বাজারসহ ঝুঁকিপূর্ণ ২টি ওয়ার্ড ও ২টি ইউনিয়নের ২ গ্রামসহ পুরো উপজেলায় মোতায়েন করা হয়েছে ২৫০ জন পুলিশ সদস্য।

এসব এলাকার ১৬টি পয়েন্টে পুলিশ পাহাড়ায় রেখে প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে।ফলে ঘর থেকে বের হচ্ছেনা সাধারন মানুষসহ দিনমজুরেরা।


সংগঠনের আহবায়ক নাজমুল হোসেন সবুজ কেবলেন,আমরা দোকান বন্ধ, অসহায়, ভানচালক,গরিব ব্যক্তিদের হাতে খাবা তুলে দিচ্ছি । আমরা আজ ৪০ টি পরিবারকে দিলাম।পর্যায়ক্রমে আরো পরিবার ও খাবারের পরিমান বৃদ্ধি করা হবে।