ঢাকা শনিবার, ৬ই ডিসেম্বর ২০২৫, ২২শে অগ্রহায়ণ ১৪৩২


নকলায় স্বাবলম্বী উন্নয়ন সমিতির আয়োজনে প্রশিক্ষনার্থী-অভিভাবকদের সমন্বয়ে ওরিয়েন্টেশন


প্রকাশিত:
৫ ডিসেম্বর ২০২৫ ২৩:৩২

শেরপুরের নকলায় সুইস এজেন্সী ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি)-এর অর্থায়নে পরিচালিত স্বাবলম্বী উন্নয়ন সমিতির আয়োজনে প্রশিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নকলা পৌরশহরের গ্রীনরোডস্থ (কামাড়পট্টি) নলেজ প্লাস কোচিং সেন্টারের মিলনায়তনে এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।

প্রকল্প সংগঠনক (পি.ও) মো. নুর হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মাজহারুল ইসলাম চঞ্চল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক-সাংবাদিক মো. মোশারফ হোসাইন।

প্রকল্পের পিয়ার লিডার (পি.এল) আফিফা সুলতানা’র সঞ্চালনায় অনুষ্ঠিত এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি সাহিত্যিক মাজহারুল ইসলাম লালন, নলেজ প্লাস কোচিং সেন্টারের পরিচালক জাহেদুল ইসলাম শ্যামল, লেখক-সাংবাদিক সেলিম রেজা, তরুণ লেখক-সাংবাদিক লিমন আহমেদ ও হাসান মিয়া।

অনুষ্ঠানের শুরুতে একে অপরের সাথে পরিচিত হওয়া পরে ওরিয়েন্টেশন সংশ্লিষ্ট আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা প্রশিক্ষনার্থীদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন এবং যেকোন পরিবেশ-পরিস্থিতিতে নিজেক কিভাবে মানিয়ে নেওয়া যায় সেই বিষয়ে আলোকপাত করেন। বক্তারা বলেন, ‘প্রশিক্ষনার্থীদের প্রতিটি হাত আগামীতে দেশ ও জাতির উন্নয়নে নিবেদিত হয়ে উঠবে। এতে বেকারত্ব কমবে এবং দেশ ও জাতির কিছুটা হলেও আর্থমাসাজিক উন্নয়ন ঘটবে।’

এতে ৮ জন মোবাইল ফোন সার্ভিসিংয়ের প্রশিক্ষণার্থী, ৬ জন মোটরসাইকেল সার্ভিসিংয়ের প্রশিক্ষনার্থী, ১৪ জন আইএসটি প্রশিক্ষনার্থী, ৮ জন বিউটি সেলুন (নারী) প্রশিক্ষনার্থী এবং ৪ জন করে উড ফার্ণিচার ডিজাইন, উড ফার্ণিচার মেকিং, ড্রেস মেকিং (পুরুষ) ও ড্রেস মেকিং (নারী) প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেন। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকা থকে আগত ৫০ জন অভিভাবক এই ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন।

প্রকল্প সংগঠনক (পি.ও) মো. নুর হোসেন জানান, দেশের বেকারত্ব হ্রাসে স্বাবলম্বী উন্নয়ন সমিতি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে নকলার আগ্রহী বেকারদের স্বাবলম্বী করার লক্ষে বিভিন্ন ট্রেডে বিনামূল্যে ৬ মাসের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তাদের কাজের গতি বৃদ্ধি ও অভিভাবকদের অবহিত করার জন্য প্রশিক্ষনার্থী ও অভিভাবকদের সমন্বয়ে এই ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। ৬ মাস হাতে কলমে প্রশিক্ষণ গ্রহনের পরে এদের কেউ বেকার থাকবেন না। সবাই নিজ নিজ কর্মদক্ষতায় স্বাবলম্বী হয়ে উঠবেন বলে আশাব্যক্ত করেন তিনি।