চকরিয়ায় বিশেষ অভিযানে দেশীয় রাইফেল ও এয়ারগানের মাথাসহ এক ব্যক্তি গ্রেফতার
চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরী রাইফেল, এয়ার গানের মাথা ও গুলিসহ এক অস্ত্রধারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৫টার দিকে বদরখালী বাজার সংলগ্ন ওয়াপদা রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, চকরিয়া থানার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি চালায়। এসময় আটক ব্যক্তির কাছ থেকে ১টি দেশীয় তৈরী রাইফেল, ২টি এয়ার গানের মাথা এবং ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তির নাম নাছির উদ্দিন মোঃ আলমগীর (৩৯)। তিনি বদরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাজার পাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, আটককৃতের বিরুদ্ধে প্রযোজ্য আইনে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস বলেন, “অস্ত্র নিয়ে কেউ আইনবিরোধী কার্যকলাপ চালানোর সুযোগ পাবে না। আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযানে অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।”
